কর্মকালীন সময়ে জীবন দেয়া পু‌লি‌শ প‌রিবারে আইজিপির ঈদ উপহার

কর্মকালীন সময়ে জীবন দেয়া পু‌লিশ পরিবারের সদস্যদের হাতে আই‌জি‌পির ঈদ উপহার তুলে দেন জেলার পু‌লিশ সুপার মোঃ আলমগীর ক‌বির।

NewsDetails_03

গত বুধবার রাঙামা‌টি পু‌লিশ সুপার কার্যালয়ে আই‌জি‌পি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পাঠানো পবিত্র ঈদ-উল-ফিতর এর উপহার সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ।

এসময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন