কর্মী নিহতের ঘটনায় ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ

NewsDetails_01

দুর্বৃত্তের গুলিতে কর্মী নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সংগঠনটির রাঙ্গাামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে রাঙ্গামাটি সদর থানার বন্দুকভাঙা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে ইউপিডিএফ সদস্য সুমন চাকমা ওরফে অক্টোবরকে(৩০) হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

NewsDetails_03

ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে তিনি বলেন,‘আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রূপায়ন চাকমার (উত্তরণ) নেতৃত্বে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর লেলিয়ে দেয়া একদল সশস্ত্র সন্ত্রাসী স্পীড বোট যোগে এসে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে সুমন চাকমা ঘটনাস্থলে মারা যান। ‘এরপর সন্ত্রাসীরা অপর এক ইউপিডিএফ সদস্য বাবুছ’ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনে হিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।’

বিবৃতিতে সুমন চাকমার খুনীদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ’ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

আরও পড়ুন