কর ফাঁকিতে বান্দরবান পর্যটন মোটেল সিলগালা

dsc_0228কর ফাঁকি দেয়ায় বান্দরবানে পর্যটন মোটেল বন্ধ করে দিয়েছে বান্দরবান কর অফিস। গতকাল সন্ধ্যায় বান্দরবান কর অঞ্চলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার ইয়াসমিন বেগম মোটেলের প্রধান ফটকে সিলগালা করে দেন । এ সময় পর্যটন মোটেল থেকে রেজিস্টার বইসহ বিভিন্ন খাতা জব্দ করে নিয়ে যান। কর কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, পর্যটন কর্পোরেশনের অধীনে থাকা ২০০৬ সাল প্রতিষ্ঠিত হওয়া পর্যটন মোটেল সূচনালগ্ন থেকে কর পরিশোধ করেনি । সেই সাথে ৬ মাস আগে কর ফাঁকির বিষয়ে পর্যটন মোটেল কর্তৃপক্ষ উচ্চ আদালতে মামলা দায়ের করলে উচ্চ আদালত রায়ে প্রতিষ্ঠানকে ৩৩ লাখ ৬৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধের জন্য রায় দেয় । রায়ের পরেও প্রতিষ্ঠান করের টাকা পরিশোধ না করায় বান্দরবান কর অফিস পর্যটন মোটেল সিলগালা করে দেয় । এদিকে পর্যটন মোটেল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মোটেলে থাকা পর্যটকদের ।
বান্দরবান পর্যটন মোটেলের ব্যবস্থাপক সাইফুল্লাহ জানান, গতকালই কর কমিশনের লোকজন এসে মোটেল সিলগালা করে দেয়।

আরও পড়ুন