প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম- রাঙামাটি পাহাড়িকা বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের রাঙামাটি ফরেস্ট চেক পোস্টের পাশ্ববর্তী স্থানে একটি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলে তিনজন আহত হয়। স্থানীয়রা এসময় আতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন বাংলানিউজকে জানান, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য রাঙামাটি জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করে কাউখালী থানার হেফাজতে রয়েছে। এখনো গাড়িটির বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।