কাচালং আর্য্যপুর বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে মারিশ্যা জোন কমান্ডার
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহারে আয়োজিত ৩০তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দান উৎসব পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন মারিশ্যা জোন ২৭ বিজিবি।
গত ১০ অক্টোবর দুই দিনব্যাপী এই উৎসবে বিহার পরিদর্শন করেন মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান, পদাতিক।
পরিদর্শন কালে বিহারের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে কুশলাদি বিনিময় করেন, সকলে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন।

এসময় মারিশ্যা জোনের পক্ষ থেকে বিহারের এই মহৎ অনুষ্ঠানে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিহার কর্তৃপক্ষ এই উৎসবে মূর্তিদান, সংঘদান, অটঠ পারিকখারাং দান, হাজার প্রদীপ, আকাশ প্রদীপ দান, পিন্ডা দান সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন
উক্ত পরিদর্শনকালে মেজর এম শাহিনুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



