কাপ্তাইয়ের কর্ণফুলি নদী থেকে দুই দিন পর জেলের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের উপর দিয়ে বহে যাওয়া কর্ণফুলির নদীর কেপিএম কয়লার ডিপু এলাকায় মাছ ধরতে নেমে নকুল কুমার মল্লিক নামে এক জেলে গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় নিঁখোজ হয়েছিলেন।

অবশেষে নিঁখোজ এর দুই দিন পর আজ বুধবার (১১ জুন) সকাল ৯.৪৫ মিনিটে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী সুইস গেইট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী হতে স্হানীয়রা তাঁর লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে নিঁখোজ এর মামাত ভাই আশুতোষ মল্লিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি সনাক্ত করি।

NewsDetails_03

নিঁখোজ জেলের বয়স ৫০ এবং তারঁ বাড়ি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায় বলে জানান নিঁখোজ এর মামাত ভাই আশুতোষ মল্লিক।

ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, নিঁখোজ জেলে নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যান। কর্ণফুলি নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও বুধবার (১১ জুন) সকালে রাঙ্গুনিয়া কদমতলী এলাকায় তাঁর লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কবির মৃধা জানান, এই বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেন নাই, তবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

আরও পড়ুন