কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে আট সাঁতারুর ১০কিঃমিঃ পথ পাড়ি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে ৮ জন সাঁতারু ৪ ঘন্টা ১৫ মিনিট হতে ৪ ঘন্টা ২৫ মিনিট এর মধ্যে সাতরিয়ে ১০ কি: মি: নদী পথ পাড়ি দিয়েছেন।

বেংগল ডলফিনের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টায় কর্ণফুলী নদীর কাপ্তাই কার্গো ডাউন সাইড এলাকা হতে চন্দ্রঘোনা মিশন ঘাট পযর্ন্ত আট সাঁতারু ১০ কিঃমিঃ সুইমিং সমাপ্তি করেন। এতে প্রথম হন এ এস এম ফেরদৌস।

NewsDetails_03

এর আগে ‘সাঁতার শিখুন সাতাঁর করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

পরে প্রতিযোগিতা শেষে চন্দ্রঘোনা মিশন এলাকা ঘাঁটে আট সাঁতারুকে ফুল দিয়ে বরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা স্কাউট এর কমিশনার মাহাবুব হাসান বাবু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও ছাত্র নেতা মো. ইব্রাহিম প্রমুখ।

এসময় সকল সাঁতারুদের দেখতে কর্ণফুলী নদীর দু’পাশে শত শত উৎসুখ জনতা ভীড় করেন।

আরও পড়ুন