কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান

NewsDetails_01

সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রাঙামাটির কাপ্তাই উপজেলা ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম ভাইবোনছড়া এলাকা ও ব্যাঙছড়ি এলাকা এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম হাসপাতাল এলাকার ৬ টি পরিবারকে পরিবারপ্রতি ২ বান্ডিল টেউ টিন এবং নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।

কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপন বিভাগের ব্যবস্থাপনায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে এই সহায়তা প্রদান করা হয় বলে জানান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

NewsDetails_03

আজ রবিবার (২৮ মে) বেলা ১ টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রুহুল আমিন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন