রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে একটি দোকানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে বাজার মনিটরিং করা হয়।
সোমবার(১১ ডিসেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা মাকেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা।