কাপ্তাইয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার
রাঙ্গামটি সেনা রিজিয়ন এর অধীন পরিচালিত কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।
আজ রবিবার (৫মার্চ ২৩) কাপ্তাই রাইংখিয়ং বাজার এলাকায় নৌপথে টহল দেয়ার সময় দেশী অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে সেনা সদস্যরা।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, ব্যাটালিয়ন এর মেজর আব্দুল্লাহ্ আল-রাজন টহল দেয়ার সময় নৌপথে ৪ জন লোককে সন্দেহ হয়। পরবর্তীতে ঐ ৪ জনকে ডাক দিলে তারা সন্দেহজনক একটি বস্তু পানিতে ফেলে নৌকা হতে পালিয়ে যায়। পরে টহলদল পানি হতে ডুবিয়ে ১টি দেশী অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে কাপ্তাই থানায় এগুলো হস্তান্তর করা হয়।