কাপ্তাইয়ে আন্ত: ইউনিট কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ৫৬ ইবি

বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের আয়োজনে আন্ত :ইউনিট কাবাডি প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই জোন (৫৬ ইবি)।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাঙামাটির কাপ্তাই ৫৬ ইবির জোন সদরের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাঁরা ৩২-২৮ পয়েন্টে ১ ইঞ্জিনিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

গত ১২ জানুয়ারি হতে শুরু হওয়া প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সর্বমোট ১৯ টি মেজর ইউনিট অংশগ্রহণ করেন।

NewsDetails_03

৩০৫ পদাতিকের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন। এসময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানান।

এসময় কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল সহ বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে সৈনিকরা উপস্থিত ছিলেন।

কাবাডি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিন হন ৫৬ ইবির ল্যান্স কর্পোরাল রাসেল। কাবাডি খেলা পরিচালনা করেন চট্টগ্রাম কাবাডি ফেডারেশনের রেফারি শেখ হানাফী।

আরও পড়ুন