কাপ্তাইয়ে আসামী গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী টিটু রাম দে (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার প্রতিক দে এর পুত্র।

NewsDetails_03

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ১০ টা ৪৫ মিনিটে থানার এএসআই মীর মোঃ মনির হোসেন এবং এএসআই ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-৪১/১৭, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং-০৩) ১১(গ) এর সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী টিটু রাম দে(২৫) কে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন