কাপ্তাইয়ে “একটি অম্লান নক্ষত্র” স্মরণিকার মোড়ক উন্মোচন
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্কাউটস এর প্রাক্তন সাধারণ সম্পাদক এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মুহাম্মদ হাবিবুল হক (এলটি) এর স্মরণে প্রকাশিত “একটি অম্লান নক্ষত্র” স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক সাইফুর রহমান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কেপিএম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আফরোজা আক্তার নুর, বড়ইছড়ি কর্ণফুলী কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাসুইপ্রু মারমা, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার, কেপিএম স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক হারুন অর রশিদ, মরহুম হাবিবুর রহমান এর সহধর্মিণী কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নীলিমা আক্তার, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, স্কাউটার জয়নাল আবেদীন এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উম্মে রুম্মান রাওজা।
স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান বাবু। স্মরণিকাটির সম্পাদক এর দায়িত্ব পালন করেন মরহুম হাবিবুর রহমান এর সহধর্মিণী নীলিমা আক্তার।