কাপ্তাইয়ে গাঁজা’সহ আটক ১
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১ শত গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম ফুলবানু (৫০)। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা বলে জানান থানার ওসি মো মাসুদ।
ওসি আরোও জানান, গত শনিবার (১৯ অক্টোবর) রাত ১২ টায় থানার এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম, সঙ্গীয় ফোর্সসহ ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ ঐ নারীকে তাঁর বসতবাড়ি হতে আটক করা হয়।
অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে আজ রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।