কাপ্তাইয়ে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ১
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার রাতে গাঁজা ও ইয়াবা সহ একজনকে আটক করেছে। আটক আসামীর নাম মোহাম্মদ শাহজামাল (৪৩)। তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা মাস্টার কলোনি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কাপ্তাই থানাধীন বারঘোনিয়া এলাকা হতে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ মোহাম্মদ শাহজামাল (৪৩) গ্রেফতার করে গত সোমবার রাতে।
এদিকে আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক)/ ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।