কাপ্তাইয়ে বাজার তদারকিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে তদারকিতে নেমেছেন কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত তাঁরা এই বাজার তদারকি করেন।

NewsDetails_03

এসময় কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর আলা়ভী রহমান, মো: তানবীর হোসেন সানি, নাসিমুল হাসনাত আকিব নেতৃত্বে ছাত্র সমাজরা ব্যবসায়ীদেরকে দোকানে মূল্য তালিকা প্রর্দশন ছাড়া পণ্য বিক্রি না করা, অধিক মুনাফা না করা, বাঁসি পঁচা পণ্য বিক্রি না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।

তাদের অনুরোধে ব্যবসায়ীরা সাড়া দিয়ে বলেন, আমরা নায্যমূল্যের চেয়ে বেশী দাম নিব না এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করবো না।

কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী অভিজিত বড়ুয়া এইসময় উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র সমাজের এই কর্মকান্ডে সাধারণ ক্রেতারা স্বাগত জানান।

আরও পড়ুন