কাপ্তাইয়ে বিলুপ্তপ্রায় পাকড়া ধনেশ পাখি উদ্ধার

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের যৌথ অভিযানে বিলুপ্তপ্রায় দুটি পাকড়া ধনেশ পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (১০জুন) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতর চৌধুরী ছড়া কাঠালতলা এলাকায় একটি খোলা জায়গায় পাচারের অপচেষ্টা চালানোর আগে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক আবু কাওসার এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা বিলুপ্তপ্রায় ২টি পাকড়া ধনেশের বাচ্চা এবং একটি টিয়ে পাখি উদ্ধার করেন।

NewsDetails_03

এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম ও কাপ্তাই রেঞ্জ সহায়ক ওসমান গণি উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, পাকড়া ধনেশ পাখি বলতে গেলে সংকটাপন্ন পাখি তবে কাপ্তাই জাতীয় উদ্যানে এটি মাঝে মাঝে দেখা যায়। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঐ এলাকায় পাখি গুলো কেউ পাচারের অপচেষ্টা চালাচ্ছে । তাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি।

পরে উদ্ধারকৃত পাখিগুলোকে এদিন সন্ধ্যায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার এভিয়ারি এন্ড ইকো পার্কের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন