কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ
রাঙামাটির কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের শান্তি সমাবেশ উপলক্ষে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার বিভিন্ন কলেজের ছাত্ররা উপজেলা চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তি মিছিল বের করেন। মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সমাবেশের আয়োজন করা হয়।
শান্তি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কাপ্তাই উপজেলা কেন্দ্রীক সমন্বয়ক আলভী রহমান, তানভীর হোসেন শ্রাবণ, মোঃ সালাউদ্দিন বক্তব্য দেন।
শান্তি সমাবেশে কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা কাপ্তাইতে কোন রকম বিশৃঙ্খলা না করার জন্যে সকলের কাছে আহবান করে বলেন, আমরা সব সময় বিশৃঙ্খলাকারীদের হামলা প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছি।