কাপ্তাইয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন ওসি

NewsDetails_01

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি আবুল কালাম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি, সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা মতবিনিময় করলাম।

NewsDetails_03

এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান যে, কাপ্তাই থানা এলাকার কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক তপন কুমা মল্লিক, শিলছড়ি মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: রতন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিলছড়ি সার্বজনিন মাতৃ মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সুভাষ দাশ সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন