কাপ্তাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গত (রবিবার) রাত সাড়ে ৯ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।
তিনি জানান, রাঙামাটি জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এবং প্রশাসন হতে সুষ্ঠু বিচারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা রাত ৯ টায় ধর্মঘট প্রত্যাহার করে নিই। তবে আমাদের দাবি সড়কে চাঁদাবাজ বন্ধ করতে হবে এবং চালকদের নিরাপত্তা দিতে হবে।
প্রসঙ্গত: গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় রাঙামাটি- আসামবস্তী সড়কের ব্রিজ এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা দুইজন চালককে আটকে গুরুতর আহত করেন। আহত হলেন কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির মো: মামুন ও ফারুক। তারই জেরে গত রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬ টা হতে কাপ্তাই- লিচুবাগান এবং কাপ্তাই-আসামবস্তী সড়কে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা (CNG) চালকরা যান চলাচল বন্ধ রাখেন।