কাপ্তাইয়ে ৫০ হাজার গাছের চারা বিতরণ

NewsDetails_01

২০২২- ২০২৩ আর্থিক সনে এসআইডি- সিএইচটি (SID- CHTS) প্রকল্পের অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলার বনের উপর নির্ভরশীল ১ শত ২৭ জর ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানের মাঝে ৫০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জ এর আয়োজনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি নার্সারী কেন্দ্রে এই চারা বিতরণ করা হয়।

NewsDetails_03

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চারা তুলে দেন।

বিতরণকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউপি সদস্য মো: সরোয়ার সহ উপকাকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন