পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচি আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার সমাজ সেবা বিভাগের উদ্যোগে ৭৩ জন পুরুষ ও মহিলা ঋণগ্রহীতার মাঝে সর্বমোট ৩০ লাখ ২৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরী” তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণগ্রহীতার মাঝে চেক তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।
কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।