কাপ্তাইয়ে ৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১টি অজগর স‌াপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৭ কেজি।

NewsDetails_03

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরী এবং রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান ও বন বিভাগের সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন।

এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপ‌জেলার কেপিএম এলাকা হ‌তে মোঃ ইমরান হোসেন ইমন, মাকসুদুর রহমান, মো: আনোয়ারুল ইসলাম আকাশ সহ Wildlife and snake rescue team in Bangladesh (WSRTBD) সদস্যদের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন