কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে তরুণী নিখোঁজ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মাঝি পাড়ায় আজ শনিবার দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে সুই চিহ্লা মারমা (২১) নামের এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মার্মা জানান, আজ শনিবার দুপুরে রাইখালীর পূর্ব কোদালা এলাকার মংচাই প্রু মারমার মেয়ে সুই চিহ্লা মারমা (২১) মাঝি পাড়ার কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে নদীতে নিখোঁজ হয়ে যায়। এদিকে নিঁখোজের খবর পেয়ে কাপ্তাই নৌ বাহিনীর ডুবরি দল ঘটনাস্হলে এসে উদ্বারকার্য শুরু করে। শেষ খবর পাওয়া পর্যস্ত নৌ বাহিনীর ডুবুরি দল কর্ণফুলি নদীতে উদ্বার কাজ চালাচ্ছেন।

আরও পড়ুন