অবশেষে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের কেপিএম স্কুলের পানি সংকটের অবসান হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটি দাবী অবশেষে পূরন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল(কে পি এম) উচ্চ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৭৭০ জন। শিক্ষক আছেন ২৯ জন আর কর্মচারীর সংখ্যা ৬।
গত দুই বছর থেকে বিদ্যালয়ে খাবার পানির কোন ব্যবস্থা ছিল না। সবাইকে বাসা থেকে পানি নিয়ে আসতে হতো। বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনকে জানান ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানির জন্য প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। এক মাস আগে স্থানীয় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপজেলা প্রশাসন কে বিষয়টা অবহিত করলে ঐদিনই ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেয়া হয়। অবশেষে আজ মঙ্গলবার কাজ সম্পন্ন হলো। এসময়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।