কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের দুর্গম বিদ্যুৎহীন এলাকায় সোলার প্যানেল বিতরণ

NewsDetails_01

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ৩নং চিৎমরম ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় আজ যুগ যুগ ধরে বিদ্যুৎতের আলো সুবিধা ছাড়াই বসবাস করে যাচ্ছে এলাকাবাসী। চিৎমরম ইউনিয়ন পরিষদ সহযোগিতায় আজ রবিবার আড়াছড়ি, পেকুয়া, কলাবুনিয়া, মৈদং পাড়া, পেকুয়া পুর্ণবাসন এসব দুর্গম এলাকাগুলোতে সোলার প্যানেল বিতরণ করেন ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসাঅং মারমা।
এসময় তিনি জানান, কাপ্তাই উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরত্বে এসব এলাকায় কোন বিদ্যুৎ সুবিধা না থাকায় এলাকাবাসী বিভিন্ন প্রযুক্তি যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, আমি এসব এলাকাগুলোতে পরিদর্শন করে দেখি এবং এমন সমস্যা দেখে দ্রুত সৌর বিদ্যুতের সুবিধা প্রদান করি।
আজ রবিবার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে এই সোলার প্যানেল বিতরন করা হয়। এসময় ৩নং চিৎমরম ইউনিয়নের ইউপি সদস্য মিসিংপ্রু মারমা, অংমাখই মারমা, আব্দুর রাজ্জাক, চসিংথোয়াই মারমা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন