কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট

NewsDetails_01

কাপ্তাইয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাটকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং ইউএনও তারিকুল আলম
রাঙামাটি থেকে বান্দরবান যাওয়ার পথে আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় কাপ্তাই এ বন বিভাগ এর বনফুল রেস্ট হাউজে যাত্রা বিরতি করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট। এসময় তিনি পর্যটন খ্যাত কাপ্তাইয়ের প্রাকৃতিক সুন্দর্য দেখে মুগ্ধ হন। এ সময় ইউএসএইডি এর বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ ইউএসএআইডি সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট কাপ্তাই এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, কর্ণফুলী রেঞ্জ অফিসার আব্দুল মালেক শেখ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।
অপরুপ সৌন্দর্যময় লীলাভুমি, পর্যটন উপশহর খ্যাত কাপ্তাইয়ের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট। এসময় তিনি নিজের মোবাইল দিয়ে কাপ্তাইয়ের প্রকৃতিকে ক্যামেরার ফ্রেমে বন্ধি রাখেন।

আরও পড়ুন