রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মারমা পাড়ায় নবগঠিত ফোকাস ইয়ং স্টার ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) ইয়ং স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুইছাইন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ভাইস- চেয়ারম্যান নাসির উদ্দিন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, কাপ্তাই ইউপি মেম্বার সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস, এবং সেবাবাড়ি সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে তরুন সমাজকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ ও জনগনের কল্যাণে কাজ করার আহবান জানান