কাপ্তাইয়ের যে স্কুলে দিনে পাঠদান : রাতে মাদক ও পতিতার আসর

NewsDetails_01

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বি এম সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে ইয়াবা,কনডমসহ বিভিন্ন জিনিসপত্র।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বি এম সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যায়ল, যে স্কুল দিনে পাঠদান চলে, আর রাতে মাদক ও পতিতার আসর বসে। অবাক হচ্ছেন ! এটায় সত্য। আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্কুলের নৈশ প্রহরী শফিকুল ইসলামকে আটক করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় স্কুলের ক্লাসরুম থেকে জিনিশপত্র, যৌন উত্তেজক ঔষুধ এবং কনডম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বি এম সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে এ চিত্র দেখেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষে ইয়াবা সেবন ও বিক্রি চলছিল। আরেকটি কক্ষ রাতে অসামাজিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। তিনি আরো বলেন, শ্রেণীকক্ষ থেকে কয়েকটি ইয়াবা, ইয়াবা সেবনের জিনিসপত্র, যৌন উত্তেজক ঔষধ এবং কনডম উদ্ধার করা হয়।

আরও পড়ুন