আজ দুপুর পোনে ২টায় প্রজেক্টের চৌধুরীছড়া একাডেমী মসজিদ প্রাঙ্গনে হাফেজ মোকাম্মেল হোসেনের ঈমামিতে মরহুমের ১ম জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজার নামাযে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, স্থানীয় সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন, নূর হোসেন মামুন, আলমগীর কবির, পিডিবি’র সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এআর লিমন, জেলা কৃষকলীগ নেতা সরোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,মানবধিকার কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয়। সেখানে তাকে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁর পরিবার সূত্রে জানা যায়।