কাপ্তাইয়ে অসুস্থ আওয়ামী নেতাদের পাশে দীপংকর তালুকদার
ক্যান্সারে আক্রান্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এবং ইউরোলজি (মূত্রনালীতে মাংস বেড়ে যাওয়া) সমস্যা জনিত রোগে আক্রান্ত ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলমকে দেখতে শনিবার সকালে কাপ্তাইস্থ লগগেইট এবং শিল্প এলাকায় যান খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এইসময় তিনি তাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব সহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।