জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র্যালী এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে শোক র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারোও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার নেতৃত্বে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।।