কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে কাপ্তাই উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বিদর্শন বড়ুয়া,যুগ্ন সম্পাদক সুজন তনচংগ্যা ধনা।

সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।