অতীতকে জানবো, আগামীকে গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কণর্ফুলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইস এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রন্জন কুমার সামন্ত, শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কুমার দাশ প্রমুখ। এর আগে একটি র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।