কাপ্তাইয়ে আরো ১৯ জন করোনায় আক্রান্ত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলায় একদিনে রেকর্ড সর্বোচ্চ আরো ১৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাঙামাটি পিসিআর ল্যাবে কাপ্তাই হতে ৩২ টি নমুনা পাঠানো হয়েছে তৎমধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এইছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টের ৫ টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা রিপোর্ট পজিটিভ আসে। কাপ্তাইয়ে নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে উপজেলার কেপিএম, চিৎমরম, মিশন, বড়ইছড়িসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছে।

এদিকে করোনা সংক্রমনের হার বিবেচনায় দেখা যায়, উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর মিশন এলাকা এবং কেপিএম এলাকায় করোনা সংক্রমনের হার সবচেয়ে বেশী। প্রতিদিন এই সব এলাকায় গড়ে ৫ থেকে ৭ জনের করোনা পজেটিভ আসছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

NewsDetails_03

চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, বর্তমানে মিশন এলাকায় সরকারি বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে অনেক উন্নয়ন কাজ চলছে। ফলে বাহিরের লোকজন এই এলাকায় অবাধে চলাচল করছে। যার ফলে এই এলাকায় সংক্রমনের হার উধ্বর্মুখী।

তিনি আরোও জানান, প্রশাসনের সহায়তায় আমরা একটি কমিটির মাধ্যমে কিভাবে করোনা নিয়ন্ত্রণে আনা যায়, সেই ব্যাপারে বসবো। তিনি সকলকে আবারোও স্বাস্থ্য বিধী মেনে চলার অনুরোধ জানান।

এদিকে এ নিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ৩১১ জন।

আরও পড়ুন