কাপ্তাইয়ে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প- ২ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক- ৯ উপ সচিব সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (১৪ জুন) সকাল ৯.৩০ মিনিটে তিনি উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উজানছড়ি পাড়ায় নির্মিত প্রুসিমা মারমার ঘর পরিদর্শন করেন। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে নির্মিত এই ঘর দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এইছাড়া একই এলাকায় দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় আরোও ২টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পি রাণী রায়, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, ইউপি মেম্বার সাথোয়াই প্রু মারমা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ যে, কাপ্তাই উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য সর্বমোট ৭৩টি ঘর নির্মান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ৩০টির ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করেছেন। আগামী ২০ জুন তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী নির্মিতব্য প্রায় ৫০০০০ ঘর উদ্বোধনের অপেক্ষায় আছে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।