কাপ্তাইয়ে আসামী আটক

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক এক আসামীকে আটক করেছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।

NewsDetails_03

গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) জাহেদুল আলম, এসআই আশরাফ, এসআই ওমরা খান, এএসআই মামুনুর রসিদ ও সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় ওয়াগ্গা ইউনিয়ন এর দেবতাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী তুষার তনচংগ্যা কে আটক করতে সক্ষম হয়। তুষার পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক আসামীকে আজ রবিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।

আরও পড়ুন