রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিবুর রহমান হত্যার প্রধান আসামী বাদলকে আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তি কালীন জামিন নিয়ে নিম্ম আদালতে নিয়মিত জামিনের জন্য গেলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করেন।

কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ২৬ অক্টোবর রাত ১১ঘটিকার সময় কাপ্তাই নতুন বাজারে এক সহিংসতায় কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সজিবুর রহমান সজিব নিহত হয়। উক্ত ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাপ্তাই থানায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদলকে প্রধান আসামী করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মহিউদ্দিন পাটোয়ারী বাদল হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তি কালীন জামিন নিয়ে মঙ্গলবার রাঙামাটি নিম্ম আদালতে নিয়মিত জামিনের জন্য গেলে বিজ্ঞ আদালত এদিন থাকে জেল হাজতে প্রেরন করেন।