কাপ্তাইয়ে ইউপি সদস্য হত্যা মামলার আসামি মালেক সিলেট থেকে গ্রেপ্তার

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান হত্যা মামলার আসামী আব্দুল মালেক ফকিরকে (৬৬) গত বুধবার সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার কাপ্তাই থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করেছেন বলে জানান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

NewsDetails_03

ওসি জানান, ইউপি সদস্য সজিবুর রহমান সজিবকে হত্যার অভিযোগে মামলার অন্যতম আসামী আব্দুল মালেক ফকির গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলো। কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে তাকে (২৪নভেম্বর) গ্রেপ্তার করে কাপ্তাই থানায় নিয়ে আসেন।

এ নিয়ে সজিবুর রহমান হত্যা মামলার মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে বলে পুলিশ জানান।

আরও পড়ুন