কাল বৃহস্পতিবার হতে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর রাঙামাটি জেলার কাপ্তাইয়ের ১ টি কেন্দ্রে ৬ শত ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রটি হলো কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ।
কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, এই বছর তাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শাখা বিভাগ হতে ৫শত ৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে এই বছর প্রথমবারের মতো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে বিজ্ঞান এবং ব্যবসা শাখায় ১শত ৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও হল সুপার এম জাহাঙ্গীর আলম জানান, সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেছে