কাপ্তাইয়ে এইচএসসির ফলাফল : জিপিএ পেয়েছে ৪৬ জন

এইচএসসির পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এই বছর কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি কলেজ এবং কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় সর্বমোট ৬ শত ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ শত ৬৩ জন। দুইটি প্রতিষ্ঠানে গড় পাসের হার ৮৩.৭৭%। এইবার কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন এবং কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ হতে জিপিএ- ৫ পেয়েছে ৬ জন।

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, এবছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে তিনটি বিভাগ হতে সর্বমোট ৫ শত ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪ শত ৫৫ জন। গড় পাসের হার ৮০.৬৭%। এই প্রতিষ্ঠান হতে জিপিএ -৫ পেয়েছে ৬ জন

এদিকে প্রথমবারের মতো অংশ নেওয়া কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে এই বছর সর্বমোট ১ শত ৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে বিজ্ঞান বিভাগে ৭১ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে সকলে পাস করেছে। এই প্রতিষ্ঠান হতে জিপিএ- ৫ পেয়েছেন ৪০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।