কাপ্তাইয়ে কমে এসেছে করোনা সংক্রমন

NewsDetails_01

রাঙামাটি জেলার মধ্যে করোনা আক্রান্তের মধ্যে কাপ্তাই উপজেলা ছিল দ্বিতীয় পজিশনে। গত আগস্ট মাসে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ জন করোনায় আক্রান্ত হলেও চলতি সেপ্টেম্বর মাসে কাপ্তাইয়ে করোনা আক্রান্তের হার ধীরে ধীরে কমে আসছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর হতে গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনে কাপ্তাইয়ে করোনা পজেটিভ এসেছে মাত্র ৯ জনের। এর মধ্যে গত ১৩, ১৫ ও ১৬ সেপ্টেম্বর প্রতিদিন ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের মানুষের মধ্যে মাস্ক পরিধান করে চলাচল এবং টিকা গ্রহনের ফলে আমরা চলতি মাসে করোনা সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এই পর্যন্ত কাপ্তাইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭শত ২১ জন, মৃত্যু বরণ করেছেন ৫ জন, সুস্থ হয়েছেন ৬ শত ৮৬ জন এবং টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৭ হাজার ১ শত ৯৭ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১০ হাজার ৫ শত ৪৩ জন।বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০ জন।

আরও পড়ুন