রাঙামাটির কাপ্তাইয়ের করোনা আরোও একজনের জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।
মৃত্যুবরনকারী এম এ মান্নান (৭২) কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ওয়াপদা কলোনির বাসিন্দা বলে জানান ইউপি সদস্য মাহাবুব আলম।
সোমবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি উপজেলা সদর হাসপাতালে মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, ২২ আগস্ট তাঁর করোনা পজেটিভ আসে।
ওয়াগ্গা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব আলম জানান, মৃত্যুবরনকারী এম এ মান্নান করোনা ছাড়াও দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন
গত সোমবার রাত ১১ টায় শিলছড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে স্বাস্থ্য বিধী মেনে মরহুমের জানাযা শেষে তাঁকে শিলছড়ি কবরস্থানে দাফন করা হয়।