কাপ্তাইয়ে করোনা টিকা নিতে ভীড় বাড়ছে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সিনোফার্মের টিকা নিতে উপজেলা সদর হাসপাতালে উপচে পড়ে ভীড় লক্ষ্য করা গেছে। আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে টিকা প্রার্থীরা।

টিকা নিতে আসা চন্দ্রঘোনা ইউনিয়নের শুক্লা রায়, নারানগিরি কৃষি ফার্ম এলাকার সুইথুইমা মারমা, রাইখালীর মেচিংমা মারমা, কাপ্তাইয়ের মিন্টু কান্তি নাথ, কাপ্তাই নেভী রোডের ইয়াসিন আরাফাত বলেন, আজকে প্রচুর ভীড়। সকাল হতে অপেক্ষা করে এখন টিকা দিলাম। তাঁরা সকলে টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করেন।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, আজকে একটু ভীড় বেশী। তিনি জানান, গত ১৪ জুলাই সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় উপজেলা সদর হাসপাতালে। ঐ দিন ৫৪ জন কে টিকা প্রদান করা হয়েছিল। আজ রোববার দুপুর ১ টা পর্যন্ত সর্বমোট সিনোফার্মের টিকা গ্রহন করেন ১৭ শ ৫০ জন। তিনি আরোও জানান, প্রথম পর্যায়ে এস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেন প্রায় ৫ হাজার ৫শত জন।

এদিকে রবিবার সকালে কাপ্তাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় কমিটির সদস্য সচিব কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ আগস্ট হতে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন