কাপ্তাইয়ে করোনা সনাক্ত হওয়া ১১ জনকে সুস্থ ঘোষনা

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার করোনা ভাইরাস সনাক্ত হওয়া ১১ জনকে সুস্থ ঘোষনা করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, আজ বুধবার(১৭ জুন) রাঙামাটি জেলা সিভিল সার্জনের তালিকায় কাপ্তাই’য়ে ১১ জনকে সুস্থ দেখানো হয়েছে।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, সুস্থ হওয়া ১১ জন ব্যক্তির দ্বিতীয় ও তৃতীয় করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের সুস্থ ঘোষনা করা হয়েছে। করোনায় সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থকর্মী, ১জন ডাক্তার, ১ জন আনসার সদস্য, নৌবাহিনীর ৭ জন সদস্য রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, কাপ্তাই’য়ে সর্বমোট ২৭ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে, যার মধ্যে প্রথমবারের মতো আজ ১১ জন কে সুস্থ ঘোষনা করা হয়েছে।

আরও পড়ুন