কাপ্তাইয়ে কুকুরের আক্রমনে বন্য হরিণের মৃত্যু

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শিল্প এলাকায় কুকুরের কামড়ে বন্য হরিণের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১২জানুয়ারি) ভোর ৫টায় বন হতে শিল্প এলাকার লোকালয়ে আসা একটি বন্য হরিন কে একদল হিংস্র কুকুর আক্রমণ করে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলে হরিনটি মারা যায়। এইসময় এলাকার লোকজন ফজর নামাজ পড়তে আসলে এ দৃশ্য দেখে বন বিভাগের লোকজন কে খবর দেয়।

NewsDetails_03

পরে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের লোকজন এসে মৃত্যু হরিণ টিকে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে এর পোস্টমর্টেম করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, এটি খুব দুঃখজনক ঘটনা যে হিংস্র কুকুর একটি বনজ সম্পদ কে এভাবে কামড়িয়ে মেরে ফেলেছে। মৃত হরিনটিকে পোস্টমর্টেম শেষে দুপুর আড়াই টায় অফিস কার্যালয়ের পাশে মাটি চাপা দেয়া হয়।

আরও পড়ুন