কাপ্তাইয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

purabi burmese market

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে কৃষকদের হাতে এই কৃষি উপকরণ তুলে দেন।

বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামসুল আলম চৌধুরী সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

এইসময় ৪ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডি এ পি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।