কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

NewsDetails_01

কাপ্তাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী বিতরণ
রাঙামাটির ২৯৯ আসনের সাংসদ উষাতন তালুকদারের পক্ষে কাপ্তাই এর ১২ টি প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এমপির একান্ত সহকারী রবিউল হোসেন জহির জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের মাধ্যমে ১২ টি প্রতিষ্ঠানকে ১২ টি ফুটবল,১২ জোড়া ব্যাডমিন্টন রেকেট, ৬ বক্স ব্যাডমিন্টন খেলার ফেদার,৪ জোড়া ভলিবল,এক জোড়া হ্যান্ডবল এবং ৬ জোড়া দাবা সামগ্রী প্রদান করা হয়।
এদিকে বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ রবিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আব্দুস সবুর আনসারী এবং চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মার্ক উসুই প্রু মার্মার ( সেতু) এর নিকট ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান,বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া,সাংবাদিক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন