রাঙ্গামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৪ পুরিয়া গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিব নাথ এর নেতৃত্বে একটি দল কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন ঢাকাইয়া কলোনি নামক স্থানে অভিযান চালিয়ে ৪ পুরিয়া গাঁজাসহ (১৬ গ্রাম) জোবেদা আক্তার (৩৫) কে আটক করে। সে কাপ্তাই উপজেলার ঢাকাইয়া কলোনীর রুপচান এর স্ত্রী।
পরবর্তীতে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হোসেন এর অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মহিলাকে ১ হাজার টাকা জরিমানা এবং এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়।