রাঙামাটির কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ বুধবার দুপুর ১টা থেকে ৪ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে কাপ্তাই উপজেলার শিলছড়ি ও ঢাকাইয়া কলোনী থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়। এইসময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শিলছড়ি এচিং মারমা এবং কাপ্তাই, ঢাকাইয়া কলোনী ফুলবানু।

আটককৃত দুইজন কে মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং আটককৃত আসামীকে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এসময় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক আবু বকর সিদ্দিক এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।